রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


নন মিউজিক্যালি ভালোবাসার গান 'কথাতে ভুল হলে' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।। 

আরব বিশ্বের পরিচিত নন মিউজিক্যালি ইসলামি সংগীত শিল্পী আহমদ বুখাতিরের গান শুনেছেন অনেকেই। বিশ্বের সেরা দশ গুণী শিল্পীর কাতারে রয়েছেন তিনি। তার হৃদয়ধোয়া সুর যেন শ্রোতাকে সম্মোহনের শক্তি রাখে। মন্ত্রমুগ্ধ করা গানের কথা পাষাণ হৃদয়কেও আবেগের ঘন মেঘে ঢেকে দিতে পারে।

আমাদের দেশেও এমন অনেক গুণী শিল্পী রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হালের জনপ্রিয় সংগীত শিল্পী আবু উবায়দা। ইতোমধ্যে মাত্র কয়েকটি গানের মাধ্যমে ইসলামি সংগীত জগতে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। খোদার কথা, সাদা কাফন, আমার বড় কষ্ট হয়’ গানগুলো শ্রোতাদের মন মাতাতে সক্ষম হয়েছে।

এবার আবু উবায়দার কণ্ঠে রিলিজ হলো নন মিউজিক্যালি ভালোবাসার গান ‘কথাতে ভুল হলে’। শিল্পী নিজেই গানটির কথা ও সুরও করেছেন। গত ২০ সেপ্টেম্বর শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবায়দা প্রোডাকশনে’ গানটি রিলিজ হয়েছে। আশা করা হচ্ছিল আবু উবায়দার পূর্বের সংগীতের মতোই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলবে নতুন এ গানটি।

কথাতে ভুল হলে সংগীতের মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা বাক্য লিখছেন। শফিকুর রহমান নামের একজন লিখেছেন, শিল্পী আবু উবায়দার গাওয়া ‘কথাতে ভুল হলে’ সংগীতের কথা ও মনমাতানো সুর মুগ্ধ করেছে। হৃদয়ে জাগিয়ে তুলেছে অন্যরকম অনুভুতি। এমন একটি সংগীত উপহার দেয়ার জন্য ধন্যবাদ। আগামী আরো এমন আরো সুন্দর সুন্দর কাজ উপহার পেতে চাই।

ফয়েজ আহমদ লিখেছেন, শিল্পী আবু উবায়দার মায়াবী কন্ঠে এমন চমৎকার সুরের অপেক্ষায় থাকি সেই ‘সাদা কাফন’এর পর থেকে। সংগীতের মাধ্যমে ভিতরের অন্ধকার জগতে ঘুমন্ত ভালোবাসা জাগ্রত হল। এভাবেই আমাদের নতুন সংগীত উপহার দিবেন।

“কথাতে ভুল হলে” ভিন্ন ধারার এ গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন কিশোর আহমেদ। ক্যামেরায় ছিলেন প্রান্তিক দে, আবু হুরায়রা। লাইট: মাহমুদুল হাসান। সাউন্ড এন্ড মাস্টার: মাহফুজ আলম। রেকর্ডিং লেবেল: হলি টিউন পরিচালনায়: উবায়দা প্রোডাকশন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ