আওয়ার ইসলাম: নতুন নিয়মে চলতি শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষায় অংশগ্রহণ করতে ৬ বোর্ডের যে কোন একটি বোর্ড থেকে মেশকাত জামাতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন এ নিয়ম অনুসরণ করতে হবে শিক্ষার্থীদের।
এ কারণে দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের নিবন্ধন করার জন্য মেশকাত জামাতের নম্বরপত্র বেফাক বোর্ড অফিস অথবা বেফাকের ওয়েব সাইট হতে সংগ্রহ করে রাখার আহ্বান জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
বেফাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল তাকমীল মাদরাসা সমূহের মুহতামিমগণ এবং শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আসন্ন ২০২০ ঈ: সনের তাকমীল (দাওরায়ে হাদীস) মারহালায় পরীক্ষার্থীদের নিবন্ধন করার জন্য ফযীলাত মারহালায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সে মতে সকল তাকমীল মাদরাসার মুহতামিমগণ ও পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, আপনারা অবশ্যই ফযীলাত মারহালার নম্বরপত্র বেফাক বোর্ড অফিস অথবা বেফাকের ওয়েব সাইট হতে সংগ্রহ করে রাখবেন। যাতে ২০২০ ইং সনের নিবন্ধন ফরমের সহিত জমা দিতে কোন সমস্যা না হয়।
বেফাকের সকল বিভাগের পরীক্ষার নম্বরপত্র পেতে ক্লিক করুন
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        