আওয়ার ইসলাম: কওমি মাদরাসার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন ও নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করার এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’।
আগামী ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় ঢাকার মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে সংস্থাটির ৩২ সদস্যের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইয়াতুল উলইয়া সূত্রে জানা যায়, কওমি মাদরাসার সর্বোচ্চ এ অথরিটি দাওরায়ে হাদীসের (তাকমিল) কেন্দ্রীয় পরীক্ষায় ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা নিয়ে একটি ‘পরীক্ষা প্রবিধি’ গঠন করেছে। অনুষ্ঠিতব্য বৈঠকে হাইয়াতুল উলইয়ার সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই বিধি মঞ্জুরি পাবে।
এছাড়াও নেসাবে তালিম নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত নতুন পাঠ্যক্রম নিয়েও আলোচনা হবে বৈঠকে।
প্রসঙ্গত, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত প্রণয়ন করতে কয়েকটি সাব কমিটি গঠন করেছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ। এরই মধ্যে কমিটিগুলো তাদের কাজ শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত সম্ভাব্য ১৬ বছরের নেসাবে তালিম প্রণয়নের জন্য কাজ করছে সংস্থাটি।
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        