শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১০ জিলকদ ১৪৪৫


মুদ্রা বা টাকার জীবাণু থেকে বাঁচার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুদ্রা বা টাকায় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হাতে লেগে আমাদের পেটে গিয়ে অসুখ হওয়া স্বাভাবিক। গবেষকরা বলছেন, যেসব জায়গায় টাকার লেনদেন বেশি হয় বাজারে সেখানে নোট বা ৪৫. কয়েনে ব্যাকটেরিয়া পেয়েছেন তারা।

সংবাদমাধ্যম বিবিসির বাংলা বিভাগ থেকে  এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী নিশাত তাসনিম প্রায় ছয়মাস টাকা ও কয়েনের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেছেন।

ওই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী নিশাত তাসনিমের এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন।

অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, নোট বা কয়েন হাতে নেয়ার পর হাত না ধুয়ে খাবার খেলে ব্যাকটেরিয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে। তাই খাওয়া আগে অবশ্যই হাত ধুয়ে নিন।

যথাযথভাবে হাত না ধুয়ে খাবার খেলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়াসহ নানা সমস্যা হতে পারে। এমনকি খুব বেশি মাত্রায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে পরিপাকতন্ত্রের আরো নানা ধরণের রোগ হওয়ার আশংকা থেকে যায়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ