বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী ‘ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে’ ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার জামায়াত আমিরের!

লার্ভাবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ৬ বাড়ি মালিককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান এডিস মশার লার্ভাবিরোধী অভিযানে ১৯৮টি বাড়ি পরিদর্শন করে ২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৬টি বাড়ি মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে সতর্ক করা হয়েছে।

রোববার ডিএসসিসির ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ড প্রদান করা হয়।

ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অঞ্চল ১-এর নির্বাহী কর্মকর্তা মুহা. মিজারুর রহামনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সায়েন্স ল্যাব মিরপুর রোডের ৪৩ নং হোল্ডিংয়ের মুহাম্মদ সাজুকে (৪৫) এবং ৪৪ নং হোল্ডিংয়ের মুহা. নজরুল ইসলামকে (৩০) একদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তিনি ৪৩টি বাড়ি পরিদর্শন করেন।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান শান্তিনগরের চামেলীবাগ এলাকার টুইন কনকর্ড টাওয়ারে এডিস মশার লার্ভা ও জমে থাকা পানির কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী অঞ্চল ৩ এর বিভিন্ন এলাকার ৩০টি বাড়ি পরিদর্শন করে কোনও এডিস মশার লার্ভা পাননি।

অঞ্চল ৪-এর নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ডিএসসিসির ৩৪, ৩৫ এবং ৩৬ ওয়ার্ডের ৬০টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে ৫টি বাড়ির মালিককে অপরিচ্ছন্ন পরিবেশে পাওয়ায় সতর্ক করে দিয়েছেন।

অঞ্চল ৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. শহীদুল্লাহ যাত্রাবাড়ী এলাকার ৩৯, ৪০ এবং ৫০ নং ওয়ার্ডের ৬৫টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে ৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ জন বাড়ির মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহকে টার্গেট করেছেন। সেই টার্গেটকে সামনে রেখেই ডিএসসিসি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

ডিএসসিসি পক্ষ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট ৭২ হাজার ২৪৩টি বাড়ি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ৪ জনকে কারাদণ্ড, ১৬ জন বাড়ির মালিককে সতর্ক করা এবং ৩১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ