বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদি পৌঁছেছেন আলেমদের বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ধর্মীয় পরামর্শক ওলামা মাশায়েখদের বিশেষ দল। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ৭ সদস্যের প্রতিনিধিরাও সঙ্গে রয়েছেন।

রবিবার (৪ আগস্ট) সৌদির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ৪শ ১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি ৩২৮১) ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তারা।

জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান কাউন্সিলর হদ মোহাম্মদ মাসুদুর রহমান, কনসাল জেনারেল মো. বোরহান উদ্দিন, হজ কার্যক্র‌মে আই‌টি সহায়তা প্রদানকা‌রী বিজনেস অ‌টো‌মেশন কর্মকর্তা ক‌বির আল মামুন ও মৌসুমী হজ অফিসার।

রবিবার (৪ আগস্ট) বি‌কাল ৩টা ১৫ মিনিটের ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

এদিকে প্রথমবারের মতো হজ পালনের উদ্দেশে যাওয়া যাত্রীদের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার জন্য ৫৮ সদস্যের ওলামা মাশায়েখদের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদি গেছেন।

Image result for ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদিতে সিইসি ও ওলামারা

এছাড়া চলতি বছরের হজের সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সিইসি কে এম নূরুল হুদা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী, সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সদস্য রত্না আহমেদ, ধর্ম সচিব আনিছুর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মো. আজিজুর রহমান।

এদিকে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম হজে যাননি। আর শারীরিক অসুস্থতার কারণে হজে যাননি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানী। ধর্ম সচিব আনিসুর রহমান আজ সোমবার পবিত্র হজ পালনে সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ