বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


কুমিল্লায় ফলের দোকানে আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কুমিল্লায় শর্ট সার্কিটের আগুন থেকে সাতটি ফলের দোকান পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

আজ রোববার (৪ আগস্ট) ভোরে নগরীর টমছম ব্রিজ এলাকার ফলের দোকান গুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের বরাতে জানা যায়, আগুনে দোকানে থাকা বিভিন্ন ধরনের ফলসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইমান হোসেন কবির নামে এক ফল ব্যবসায়ী জানান, রাত ১টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। তার দুইটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার ফলসহ নগদ ৩৫ হাজার টাকা ছিল। ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন।

তিনি বলেন, ‘এসে দেখি সব পুড়ে গেছে। আমার আবার ব্যবসা নিয়ে বসার মতো ফলও নেই, টাকাও নেই।’

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। একটি ফলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কষ্ট হয়েছে। আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে একাধিকবার বলার পরও সংযোগ বন্ধ করেনি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ