আওয়ার ইসলাম: হলের আসন সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।
সোমবার রাত ১২টায় হলের সামনের রাস্তায় অবস্থান নেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘সহপাঠীরা রুমে রুমে, আমরা কেন গণরুমে’, ‘আমাদের ঘুম নাই, প্রভোস্ট ঘুমায়’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত ছাত্রীরা বলেন, একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা দীর্ঘ ১৮ মাস ধরে গণরুমে থাকছি। প্রশাসন থেকে বারবার আশ্বাস দেয়ার পরেও কোনো সমাধান করা হয়নি।
এর আগে রাত ৯টার দিকে হলের আসন ও ক্যান্টিন সমস্যা সমাধানসহ হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে হলের সামনে অবস্থান নেয় ছাত্রীরা। এসময় তারা সাতদফা দাবি জানায়।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        