মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

হায়দরাবাদের জিন মসজিদ বিশ্বের সবচেয়ে ছােট মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের হায়দরাবাদ ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত স্থাপনার জন্য অনেক আগে থেকেই বিখ্যাত ছিলো আছে। সম্প্রতি সেখানকার একটি মসজিদ আলােচনায় উঠে এসেছে। জিন মসজিদ নামের মসজিদটি বিশ্বের সবচেয়ে ছােট মসজিদ কি না তার স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে।

দক্ষিণ ভারতের একটি দৈনিক হ্যান্স ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের কিশানবাগে একটি মসজিদ রয়েছে, যা জিন মসজিদ নামে পরিচিত। এতে যে জায়গা রয়েছে, তাতে বড়জোর ১২ জন মানুষ নামাজ আদায় করতে পারে। ফলে এটিই বিশ্বের ইতিহাসে সবচেয়ে ছােট মসজিদ কি না তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্লেষকরা।

প্রতিবেদনে বলা হয়, মসজিদটি একটি পাহাড়ের ওপর হজরত সাইয়েদ শাহ ইমাদ উদ্দিন মােহাম্মদ মাহমুদ আল হুসাইনির দরগায় অবস্থিত। স্থানটি মির মাহমুদের পাহাড় নামেও পরিচিত। স্থানটি খুবই সুন্দর এবং এ দরগায় সুফিবাদের নিদর্শন পাওয়া যায়।

৪০০ বছর আগে নির্মিত এ জিন মসজিদ বর্তমানে অবহেলা ও অযত্নের শিকার হয়েছে। ভারতের এ বিষয়ক সংস্থা প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার (এএসআই) দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ মসজিদের মুতাওয়াল্লী ড. মুহাম্মদ সফিউল্লাহ জানান, এ মসজিদটির আয়তন মাত্র ১০ বর্গমিটার। এতে একটি মিম্বার ও একটি মেহরাব রয়েছে। মুয়াজ্জিন একটি বিশেষ পথ ব্যবহার করে মসজিদের উপরের অংশে ওঠে এতে আযান দেন।

ইতিহাস রক্ষায় আগ্রহী একটি দল, যারা এ মসজিদটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মসজিদের স্বীকৃতি দিতে চাইছেন, তারা আগামী কাল বুধবার এ উপলক্ষে একটি ঐতিহ্য রক্ষায় হাঁটা কর্মসূচির ঘােষণা দিয়েছেন। হায়দরাবাদের ইতিহাস ও সুফি সংস্কৃতির উল্লেখযােগ্য ব্যক্তিত্ব ডা. হাসিব জাফরির নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ