আওয়ার ইসলাম: পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন সৌদি আরব গেছেন।
হজের এ নূরানী সফরে লক্ষাধিক হাজিদের গায়ে ছিল শুভ্র কাপড়ের ইহরাম। বিশ্বের সকল দেশ থেকে আগত হাজিরা এই ইহরামের কাপড় পরিধান করে পবিত্র হজ পালন করে থাকেন। তবে হাজিদের কেন শুধু ‘কাফনের মত সাদা কাপড়’ পরতে হয়- এই প্রশ্ন করে থাকেন অনেকে।
হজের সময় যাবতীয় করণীয় সম্পর্কে আল্লাহর রাসুল সা. তার কাছ থেকে শিখে নেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। হাদিসের বিভিন্ন বিবরণ থেকে আমরা জানতে পারি, হজ চলাকালীন সময়ে রাসুল সা. এ ধরণের কাপড় পরিধান করতেন এবং তার সাহাবীরাও একই ধরণের পোশাক পরিধান করতেন।
হযরত সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, “সাদা পোশাক পরিধান করো কেননা তা পবিত্র ও উত্তম এবং তোমাদের মৃতদের তার দ্বারাই কাফন প্রদান কর।” (নাসায়ী)
সুতরাং হজের সময় হাজিরা রাসুল সা.-এর অনুসরণ করেই সাদা পোশাক পরেন। আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।
আরএম/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        