আওয়ার ইসলাম: আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ২০১৯ শিক্ষাবর্ষ’র (১৪৪০হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ (১১ জুলাই) বিকেল ৫ টায় প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় দফতরে কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারি শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা কাারি ইমদাদুল হক পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান সভাপতি মাওলানা কারি শাহ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী জালাল উদ্দীন গবীনপুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, দফতর সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী জুবায়ের আহমদ আনোয়ারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা ক্বারী হিফজুর রহমান, পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, মাওলানা ক্বারী নিয়াজুর রহমান নিজাম, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, মাওলানা ক্বারী মামুনুর রশীদ মাছুম, মাওলানা ক্বারী হাবিবুর রহমান হাবিব, মাওলানা ক্বারী নাঈমুল হাছান নাজিম প্রমুখ।
বিগত রমজান মাসে সারাদেশে ১৫৭৮টি কিরায়াত প্রশিক্ষণ কেন্দ্রে ২,৩৬,৫২৩ জন ছাত্র-ছাত্রী ইলমুল কিরায়াত শিক্ষা গ্রহণ করে। তম্মধ্যে তিনটি ক্লাসে ১২৭৯৩ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৩৪৩ জন উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৮০.৮৪%।
সনদ জামাআতে ১৯৪৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭২৫ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৮.৬৪%। পুরুষদের মধ্যে মেধা তালিকায় প্রথম কারি আল-আমীন [২০৪] (আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট)। দ্বিতীয়, কারি আমীরুল ইসলাম [৪৫৮] (জামিয়া ফিরুজাবাগ বালাগঞ্জ, সিলেট), তৃতীয়, কারি রাকিবুল হাসান [১৪৮] (আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট)।
নারীদের মধ্যে মেধা তালিকায় প্রথম কারি ছামিনা আক্তার [৬০৭] (আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট)। দ্বিতীয়, কারি আবিদা ইয়াসমিন [৭৫৬] (মার্কাজুল উলূম পঞ্চগ্রাম মহিলা মাদরাসা, দোয়ারাবাজার, সুনামগঞ্জ), তৃতীয়, কারি হাজেরা খানম [১৯২৩] (বাঘা গৌরাবাড়ী মহিলা মাদরাসা, গোলাপগঞ্জ, সিলেট)।
খামিছ জামাআতে ৪৬৬৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৬৬৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৭৮.৫৩%। রাবে জামাআতে ৬১৭৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৯৫১ উত্তীর্ণ হয়, পাশের হার ৮০.১৩%।
ফলাফল জানতে-
বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org এই ওয়েবসাইটে। আঞ্জুমানের অফিসিয়াল ফেসবুক আইডিতে Anjumane Talimul Quran Bangladesh. আগামী ২০ জুলাইয়ের মধ্যে সারাদেশে পরীক্ষা সেন্টার সমূহে পাওয়া যাবে পরীক্ষায় অংশগ্রহণকারী শাখা কেন্দ্রের বিস্তারিত ফলাফলসিট।
শাখা কেন্দ্রসমূহ সনদ (মহিলা), খামিছ ও রাবের বিস্তারিত ফলাফল/মার্কসিট স্ব স্ব মারকায থেকে সংগ্রহ করতে পারবেন।
এছাড়া শীঘ্রই সনদ, খামিছ ও রাবে জামাআতের বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে কলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
ফলাফল পুন: নিরীক্ষণ করতে-
ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বা পুন: নিরীক্ষণ (নযরে সানী) করতে হলে পরীক্ষা সমপরিমাণ ফি দাখিল করত: সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ১৫ যিলহজের মধ্যে লিখিত আবেদন করতে হবে।
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        