মুফতি আবদুল্লাহ তামিম
নামাজ বড় ইবাদতগুলোর মধ্যে একটি। নামাজের মাঝে যা কিছু করা হয়, সবই ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং নামাজের মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ।
আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজ্বের তাকবির, আজান, ইকামত ইত্যাদি।
সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। হাদিসে আছে-
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى سُجُودِهِ « اللَّهُمَّ اغْفِرْ لِى ذَنْبِى كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সা. সেজদায় পড়তেন আল্লাহুম্মাগফিরলি জামবি’ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু”। তাহাবি-১৩০৭, সুনানে আবু দাউদ-৮৭৮, সহিহ মুসলিম-১১১২, সহিহ ইবনে খুজাইমা-৬৭২, সহিহ ইবনে হিব্বান-১৯৩১। বাহরুর রায়েক- ১/৫৫৭।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        