বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: তারেক রহমান দেশবাসীর রোগ সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই : ডা. খালিদুজ্জামান নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

৮ বছরে ১০৬ ভাষা জানে যে বালক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কী বলবেন তাকে? বিস্ময় বালক? ধারালো মগজাস্ত্রের অধিকারী? যে ট্যাগই সাঁটুন না কেন, মাত্র ৮ বছর বয়সে ১০৬টি ভাষা শিখে তাক লাগিয়ে দিয়েছে ভারতের চেন্নাইয়ের এই মুহূর্তের সুপারহিরো নিয়াল থগুলুভা।

ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে ইতোমধ্যেই ১০৬টি ভাষায় নিয়াল কথা বলতে পারে অবলীলায়। লিখতেও পারে নিজের মাতৃভাষার মতোই। উচ্চারণে যাতে কোনও খুঁত না থাকে, তার জন্য বাড়িতে আলাদা করে মা-বাবার কাছে ভাষাগুলো রপ্ত করছে সে।

কী করে ভাষার প্রতি এত টান জন্মালো খুদে ভাষাবিদের? নিয়ালের কথায়, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই বোধহয় আগ্রহী হলাম ভাষার ব্যাপারে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।'

বাবা শঙ্কর নারায়ণ ছেলের এই বিরল প্রতিভার জন্য ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। একইসঙ্গে তার বক্তব্য, ‘গত বছর থেকে হঠাৎ করেই ছেলের মধ্যে এই আগ্রহ জন্মালো। প্রথম প্রথম ভাবতাম, ছেলেমানুষী ঝোঁক। নিজে থেকে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই হয়তো কমে যাবে। পরে দেখি, আগ্রহ কমার বদলে বাড়ছে! তখন সাপোর্ট করে তার পাশে দাঁড়ালাম। একবছরের মধ্যে এত অল্পবয়সে একের পর এক ভাষা শিখতে শিখতে আজ ১০৬টি ভাষা ছেলের দখলে।'

স্কুলের পড়াশোনার পাশাপাশি আপাতত ভাষা নিয়েই মজে আছে নিয়াল। পৃথিবীর সমস্ত ভাষা জানতে চায় সে। জলের মতো করে কণ্ঠবন্দি করতে চায় তাদের। নতুন করে আবিষ্কার করতে চায় অবলুপ্ত ভাষাও। নিয়াল এখন তার সহপাঠীদের ঈর্ষার কারণ। তবে মা-বাবা, সব স্বজন, দেশের-দশের গর্ব সে। সূত্র– এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ