বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


মিশরে পর্যটকবাহী বাসে বিস্ফোরণে আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের গিজা পিরামিড এলাকাতে একটি বিস্ফোরণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাস। বিস্ফোরণের ফলে বাসটিতে থাকা যাত্রীদের ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার কাইরোতে নিউ গ্র্যান্ড ইজিপ্টিয়ান মিউজিয়াম সংলগ্ন এলাকাতে এ বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জানান, হতাহতদের মধ্যে দক্ষিণ আফ্রিকার নাগরিক রয়েছেন। শিশুরাই বেশি আহত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনকে। বাসটি জাতীয় জাদুঘর থেকে বের হওয়ার সময় একটি বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

দেশটির পর্যটন মন্ত্রী রানিয়া এ আল মাশিয়াত বলেন, বাসটিতে ২৮ জন যাত্রী ছিলো। বাসটির গ্লাস ভেঙে গেছে, তবে যাত্রীরা বেঁচে আছেন। বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

এক প্রত্যক্ষদর্শী জানান, খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। গিয়ে দেখলাম বাসের জানলার কাঁচ ভাঙা। বাসে থাক সাধারণ মানুষ রক্তাক্ত অবস্থায় ছুটছেন।

এর আগে গত ডিসেম্বরে একটি পর্যটকবাহী বাসে বোমা হামলায় ভিয়েতনামের তিন নাগরিক ও স্থানীয় গাইড নিহত হয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ