মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের শোক খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : মাওলানা জুবায়ের আহমাদ রুমিন ফারহানাকে বহিষ্কার হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরলেন মুফতি নজরুল ইসলাম কাসেমী পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন শায়খে চরমোনাই খালেদা জিয়ার মৃত্যু: বুধবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে সব দোকানপাট খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাবিতে দোয়া মাহফিল খতমে বুখারি ও শিক্ষা সমাপনী অনুষ্ঠান নিয়ে পাকিস্তান বেফাকের কঠোর সতর্কবার্তা

শিশুদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ: মসজিদ কমিটিকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করায় কমিটির সভাপতি, সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মেহেদী হাসান।

আজ শনিবার (১১ মে) দুপুরে এ নোটিশটি পাঠানো হয় বলে জানা যায়।

নোটিশে বিজ্ঞপ্তির বিষয়টিকে অত্যন্ত দৃষ্টিকটূ ও শিশু/বাচ্চাদের মনে নেতিবাচকভাবে আঘাত করেছে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ সা. শিশুদের অনেক ভালবাসতেন ও শিশুদের মসজিদে নিয়ে আসা ও নামাজ শিখানোর উৎসাহ দিতেন।

এ ছাড়া, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের ৪১ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে বিধায় শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধবিষয়ক বিজ্ঞপ্তিটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মসজিদ কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহারপূর্বক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে বিষয়টির জন্য অনুশোচনা করে অবহিত করতে এবং শিশু ও বাচ্চাদের মসজিদে এসে নামাজ ও ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মে মাসের ৮ তারিখে রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ ‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ ব্যানারটি টানানোর অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ফেসবুকসেহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনার ঝড় বইয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ