মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কর্ণফুলী নদীতে এক পর্যটকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মো. আরাফাত হোসেন মিশু নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার আগে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। পরে বিষয়টি প্রশাসনকে জানালে নৌবাহিনীর ডুবুরি দল রাত ৯টায় তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক এলাকায় রবিবার বিকেলে ভ্রমণে আসেন চাদঁপুরের কচুয়ার রাজাপুর এলাকার মো. খোরশেদ আলম খোকনের ছেলে মো. আরাফাত হোসেন মিশু (২৫) ও ঢাকার অভিনেতা নানাশাহ’র ছেলে আশির শাহ মো. অর্কি। সন্ধ্যার আগে তারা কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হন মিশু।

কাপ্তাই থানা পুলিশের ওসি সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৪ ঘণ্টা পর রাত ৯টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা করার কথা জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর