বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

'বিভ্রান্ত আলেমদের তালিকায় হাক্কানী আলেমদের নাম ষড়যন্ত্রের অংশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে প্রস্তাবনা তৈরি করেছে তা ইসলামকে নিয়ন্ত্রণ করার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান ।

৬ এপ্রিল  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, কিছু বিভ্রান্ত আলেমের সাথে হাক্কানী আলেমদের মুখপাত্র মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা মামুনুল হক ও মুফতী সাখাওয়াত হোসাইন এদর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। ওলামায়ে কেরামগণ ইসলামের কথা, দীনের কথা,-কুরআন-সুন্নাহর কথা বলে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন। ইসলামবিমুখ করতেই এ ধরণের প্রস্তাবনা। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তাচেতনা বিরোধী কর্মকান্ড পরিচালনা করতে চাইলে দেশের ঈমানদার জনতা নিরবে বসে থাকবে না।

তারা বলেন, সরকারএধরণের চক্রান্ত থেকে ফিরে না আসলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ¦ সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্¦ শাহাদাত হোসাইন এক বিবৃতিতে বলেছেন, আলেমদের ওপর করারোপ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে প্রস্তাবনা তৈরি করেছে তা ইসলামকে নিয়ন্ত্রণ করার শামিল। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সরকার ইসলামের টুটি চেপে ধরতেই আলেমদের নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করছে।

তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তাচেতনা বিরোধী কর্মকান্ড পরিচালনা করতেই সরকার ওলামায়েকেরামের প্রতি করারোপ এবং তাদের কন্ঠ স্তব্ধ করার প্রস্তাবনা তৈরি করছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম নিয়ে কেউ কোন ধরণের ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, ভ্রান্ত ও পথভ্রষ্টদের সাথে হক্কানী ওলামায়ে কেরামের সংমিশ্রণ করে তালিকা তৈরি এবং ওলামাদের কন্ঠরোধ করার যে চিন্তা করছে সরকার তাতে পা দিলে সে পা ফুসকে যেতে পারে। ওলামাদের সাথে গাদদারী করে ইতিহাসে কেউ রেহাই পায়নি, বর্তমান সরকারও পাবে না।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ