মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

হাইআতুল উলয়ার বৈঠক কাল; থাকবেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নির্বাহী কমিটির বৈঠক আগামীকাল। দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার এজেন্ডা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, রোববার (১৭ মার্চ) জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদে সকাল ১০ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন সংস্থার চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

ফরিদাবাদ মাদরাসার খতমে বুখারি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে ঢাকায় আসেন হেফাজতের ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আহমদ শফী। বোরবার হাইআতুল উলয়ার বৈঠকে শরিক হয়ে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

হাইআতুল উলয়ার দফরত সম্পাদক মুফতি ওয়াসিউর রহমান আওয়ার ইসলামকে জানান, পুরনো বেশ কয়েকটি এজেন্ডাসহ আগামী কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে অবগতি ও আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এর আগে সফটওয়ার নির্মাণ, অফিস স্থানান্তরসহ কয়েকটি উপকমিটির বৈঠক হয়েছে। তাদের সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি ঘোষণার পর এবারই প্রথম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এর আগে আরও দুটি কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে হাইআতুল উলয়ার অধীনে।

আগামী ৮ এপ্রিল সারাদেশ ব্যাপী হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত হবে দাওরায়ে হাদিসের পরীক্ষা। এতে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ