আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন নবনির্বাচিত ডাকসুর ভিপি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে ছাত্রলীগের সভাপতি শোভনের সঙ্গে কোলাকুলির পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে দুপুরে উপাচার্য সুষ্ঠু নির্বাচন দিলে ডাকসুর নির্বাচনে আওয়ামী লীগ একটি পদও পাবে না— ভিপি হয়েও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন নুরুল হক নূর। ভিপি ও সমাজ সেবা পদ ব্যতীত বাকি পদের জন্য নির্বাচনের দাবি জানান নুরু।
এর আগে দুপুরে ঢাবির টিএসসিতে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক ও তার সহকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
বেলা পৌনে ২টার দিকে নতুন ভিপি নুরুল হক হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। তিনি তার সহকর্মীদের নিয়ে টিএসসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রলীগ নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর হামলা করেন। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন।
ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে কয়েকজনকে মারধর করে এবং স্লোগান দেয়।
গতকাল ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নুরুল হক। ছাত্রলীগ এই বিজয় মেনে নেয়নি, তারা এ পদে পুনর্নিবাচন দাবি করে আসছে। প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে তারা।
বিকালের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় ছাত্রদল, বামজোটসহ পাঁচ প্যানেলের নেতারা।
বাম জোটের ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী নুরুল হক নূর ক্যাম্পাসে আসার পর আলোচনা করে নতুন কর্মসূচি দেয়া হবে।
মধ্যরাতে ফলাফল ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।
নূরকে ভিপি ঘোষণার পরই সিনেট ভবনের অডিটোরিয়ামে নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাত সাড়ে ৩টা থেকে দেড় ঘণ্টা তারা সিনেট ভবনেই ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে অবরুদ্ধ করেন।ভোরে তাকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেয় পুলিশ।
এরপর ভোর থেকে বিভিন্ন হল থেকে দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ভিসির বাসবভনের সামনে অবস্থান নেন। সেখানেই তারা বিক্ষোভ করছেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকায় সব গাড়ি আটকে দিয়েছে। এতে করে হঠাৎ করেই রুটে চলাচলকারীরা বিপাকে পড়েছেন।
ক্যাম্পাসে অবস্থিত উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাও ভোগান্তির শিকার হওয়ায় বাধ্য হয়ে ছুটি ঘোষণা করেছে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ।
আইএ