আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, বাংলাদেশ ওলামা পরিষদ ও খাদিমুল কুরআন পরিষদ সিলেট এর সভাপতি, হযরত হোসাইন আহমদ মাদনী রহ. এর খলীফা শায়খ আব্দুল হক গাজীনগরীর জামাতা মুফতী আবুল কালাম জাকারিয়ার (৬২)ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গভীর শোক প্রকাশ এবং জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করেন।
নেতৃবৃন্দ উনার পরিবার-পরিজন ও হিতাকাঙ্খীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন উনার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট আলেমেদ্বীন ও একজন বিদগ্ধ মুনাজিরকে হারিয়েছে।
মুফতি আবুল কালাম যাকায়িা রহ. এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশম্ভরপুর থানার বাঘুয়া গ্রামে। উনি তিন ছেলে, তিন মেয়ে এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য ছাত্র-ভক্ত ও গুণাগ্রাহী রেখে যান।
তার জানাজা আগামীকাল সকাল ১১টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা পরবর্তী হযরত শাহজালাল রহ. এর দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
আরআর