আওয়ার ইসলাম: সিলেট দরগাহ মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান।
এক শোক বার্তায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবড়ীর মুহতামিম আল্লামা মাহমূদুল হাসান বলেন, মজলিসে দাওয়াতুল হকের একনিষ্ট একজন কর্মী ছিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া। তার ইন্তেকাল আমাদের জন্য অত্যন্ত শোকের।
তিনি আরও বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. একজন চিন্তাবিদ আলেমে দীন ছিলেন। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহবান করেছেন আমৃত্যু। তার খেদমত দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
উল্লেখ্য, আজ (১১ মার্চ) বিকাল ৫ টার দিকে এ আলেমে দীন মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান। তার নামাজে জানাজা আগামীকাল সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
আরআর