আওয়ার ইসলাম: সিলেট দরগাহ মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাক নেতৃবৃন্দ।
এক শোক বাণীতে বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী ও মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস এবং মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. একজন ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস এবং বহু গ্রন্থপ্রণেতা ছিলেন। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহবান করতেন।
আলেমদের মধ্যে কর্মক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে যারা মালা পরেছেন-তাঁদের মধ্যে মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. অন্যতম। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর বহুমুখী দ্বীনি খেদমত গুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাক্বাম নসীব করেন। আমিন।
উল্লেখ্য, আজ (১১ মার্চ) বিকাল ৫ টার দিকে এ আলেমে দীন মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান। তার নামাজে জানাজা আগামীকাল সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
আরআর