আওয়ার ইসলাম: মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত হাসিনার বড় বোন চম্পাসহ মাদক কারবারি তিনজন নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১০ মার্চ) রাতে গাবতলীর আমিন বাজার বস্তিতে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেজর সাইফ উদ্দিন আহমেদ বলেন, মাদক সম্রাজ্ঞী হাসিনা ও তার বোন চম্পাসহ অন্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। আমরা হাসিনাকে গ্রেফতারের চেষ্টা করছি।
চম্পাকে গত কয়েক মাস আগে গ্রেফতার করা হয়েছিল। সে জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত অপর দুই মাদক কারবারি হলেন- রাশিদা(৩০) ও আছিয়া (২৮)। তাদের কাছ থেকে আড়াই কেজি গাঁজা ও মাদক বিক্রির ৮২ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে ।
এএ