আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল ক্যাম্পাস। নির্বাচনে দুর্নীতি ও জালভোটের অভিযোগ তুলে ইতোমধ্যে ছাত্রলীগ বাদে সকল দল ও শিক্ষার্থীরা নির্বাচন বয়কট করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে চলছে বিক্ষোভ মিছিল। উপাচার্যের বাসভবনের সামনেও অবস্থান নিয়েছে ভোট বর্জনকারীরা।
আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১টার পর থেকে ঢাবি এলাকাজুড়ে এ চিত্র দেখা যায়।
অভিযোগ উঠেছে, আওয়ামীপন্থি ছাত্র সংগঠনের নেতারা হলে অবস্থান নিয়ে ভোটকেন্দ্রগুলো দখলে রেখেছে। দুপুর ১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলো খালি হয়ে গেছে। এসময় থেকে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষার্থী ও নেতা ছাড়া কাউকে হলে অবস্থান করতে দেয়া হয়নি।
এদিকে নিয়মানুসারে সব হলে দুপুর ২টার মধ্যে ভোটগ্রহণ শেষ হবার কথা থাকলেও তার পরেও জোর করে চলছে ভোটের কার্যক্রম। নির্বাচনের নিয়মে উল্লেখ ছিল ভোটারদের উপস্থিতি বেশি হলে অতিরিক্ত সময়ে ভোট চলবে। কিন্তু এ নিয়ম ব্যবহার করেই চলছে অনিয়ম।
ক্যাম্পাসজুড়ে থেমে থেমে চলছে বিক্ষোভ। ভিসির বাড়ির সামনে জড়ো হয়ে ভোট বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন বর্জনকারীরা। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
এএ