আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে ভোটের দিনে ভোট গ্রহণ শুরু না হতেই একটি ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
শনিবার রাত আড়াইটার দিকে শহরের ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।
প্রিসাইডিং অফিসার মুহা. আনোয়ার হোসেন জানান, ভোটের আগের রাতেই অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বারবার চাপ প্রয়োগ করা হয়। এমতাবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ করা সম্ভব নয়।
এ মর্মে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়। রাতেই জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন।
-অরএইচ