আওয়ার ইসলাম: রাজধানীর বুড়িগঙ্গায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনেরই মরদেহ উদ্ধারের কাজ সমাপ্ত হল।
১০ মার্চ (রোববার) সকাল সোয়া ১০টার দিকে বুড়িগঙ্গার মাওয়া ব্রিজ সংলগ্ন তেলঘাটে সর্বশেষ শাহিদা বেগমের মরদেহ ভাসমান অবস্থায় মিলে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাক গণমাধ্যকে এ তথ্য জানান ।
নৌ-বাহিনীর কর্মকর্তা লেফট্যান্ট আক্কাস আলী বলেন, ‘দুর্ঘটনা কবলিত নৌকাটির সন্ধান মেলেনি। আমরা এখনও চেষ্টা চালাচ্ছি। হয়ত ওই নৌকাটি মাটির নিচে আটকা পড়ে থাকতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে শাহজালাল মিয়া পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাট থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে সদরঘাটের কাছাকাছি সুরভী-৭ লঞ্চ পেছেন থেকে ধাক্কায় দিলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
-আরএইচ