আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়াতে ও বসতে পারছেন না। তিনি জিয়া অত্যন্ত অসুস্থ।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃষকদলের নবগঠিত কমিটির এক সভায় তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাকে আটকে রাখা হয়েছে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে আছেন খালেদা জিয়া। বাত ব্যথা ও পায়ে সমস্যাসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিল বিএনপি নেতারা।
তবে সরকারের পক্ষ থেকে বিএনপির অভিযোগ অস্বীকার করে বলা হয়, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার বিএনপি প্রধানকে বঙ্গবন্ধু মেডিকেলে আনার কথা থাকলেও তিনি আসতে অনীহা প্রকাশ করেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।
সভায় কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, নির্বাহী সদস্য মো. মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএম/