আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার সদরঘাটে সুরভী লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো চারজন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করা হল।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ গণমাধ্যমকে জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীর আহসান মঞ্জিল এলাকা থেকে নিখোঁজ শিশু মাহির (৬) মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো চার জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
-আরএইচ