সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

ডাকসুর প্রচারে নেমে ধাওয়া খেল ছাত্র সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুর প্রচারণা চালাতে গিয়ে ধাওয়া খেলো জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজ।

শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ এলাকা থেকে প্রচারণা শুরু করে জাতীয় ছাত্র সমাজের প্যানেল। এসময় তারা মধুর কেন্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের শ্যাডোতে পৌঁছলে পেছন থেকে ধাওয়া দেয় বাম সংগঠনগুলো।

জানা গেছে, দুপুরে ২০-২৫ জন নিয়ে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে প্রচারণা মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্র সমাজ। এসময় তারা এরশাদের নামে স্লোগান দেয়৷ তখন মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়নের সহসভাপতি তুহিন কান্তি দাসের নেতৃত্বে নেতাকর্মীরা হঠাৎ তাদের ধাওয়া দেয়। পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর কর্মীরা লাঠিসোটা নিয়ে যোগ দেয়।

ছাত্র সমাজের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়। পরে বামপন্থী ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল বের করে।

ছাত্র সমাজ প্যানেলে জিএস প্রার্থী মামুন ফকির বলেন, আমরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রচারণা শুরু করি। মধুর ক্যান্টিন হয়ে শ্যাডোতে গেলে পেছন থেকে বাম সংগঠনগুলো লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।

হামলার বিষয়ে ছাত্র ইউনিয়নের সহসভাপতি তুহিন কান্তি দাস বলেন, ৯০-এ এই ছাত্র সমাজকে নিষিদ্ধ করা হয়েছে। ডাকসু নির্বাচন উপলক্ষে তো আমরা অতীত ভুলে যেতে পারি না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ