আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে আজকের মধ্যে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩, হবিগঞ্জ-৩ ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এসব নির্বাচনী এলাকায় প্রচার শেষ হচ্ছে আজ শুক্রবার মধ্যরাতে। স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি।
ইসির সহকারী পরিচালক আশাদুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের এমএ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেনকে ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেয়া হয়েছে।
এএ