সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

‘কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করে, তার ইমান থাকতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি, ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা আনোয়ার শাহ বলেন, রাশেদ খান মেনন কওমি মাদারাসাকে নিয়ে কুটুক্তি করেছে। সে কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করেছে। আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছে। তার এসব বক্তব্যের কারণে সারা বাংলাদেশ আজ উত্তাল। সে একজন অমুসলিম।

যে খতমে নবুওয়াতকে অস্বীকার করে, আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলে, কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করে, তার ইমান থাকতে পারে না।

আজ (৮মার্চ) শুক্রবার ঐতিহাসিক শহীদী মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

আনোয়ার শাহ বলেন, রাসুলের উপর আঘাত আসলে, ইমানের উপর আঘাত আসলে বাংলার উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। আমরা সরকারের কাছে দাবী জানাই কাদিয়ানী এবং তাদের সমর্থনকদের শাস্তির আওতায় আনা হোক। তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক।

তিনি আরো বলেন, আজকে কিছু প্রশাসন ভাইয়েরা আছে, যারা বলে তারাও ধর্ম পালন করবে, আপনারাও ধর্ম পালব করবেন, এখানে বিভেদ কিসের?

আমি তাদেরকে বলবো। আপনারা প্রশাসন, আপনাদের সাবজেক্ট আলাদা। ধর্মের প্রত্যেকটা বিষয় অনেক কঠিন এবং সুক্ষ। সেটা আপনাদের বুঝে আসবে না। সেটা বুঝা এবং বুঝানোর দায়িত্ব একমাত্র উলামায়ে কেরামের হাতে। এখন প্রশাসন একটাই চিন্তা করে, পরিবেশটা যেন শান্ত সাথে, কোন বিশৃঙ্খলা যেনো না হয়।

তিনি বলেন, কাদিয়ানীরা যা মনে চায় করুন কিন্তু মুসলমান নাম ধারণ করে তারা কোন কিছু করতে পরবে না। সারা পৃথিবী থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমরাও তাদের অমুসলিম ঘোষণা করলাম। সরকারের কাছেও দাবী জানাচ্ছি অচিরেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ