আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।
এদিকে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একাদশ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ঐক্যফ্রন্টের নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর জোটের অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। এর বিরুদ্ধে দল থেকে তাকে বহিষ্কারসহ এমপি পদের বৈধতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে গণফোরামের দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং গণফোরামকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসন লাভ করে। তবে পরবর্তীতে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপিসহ ঐক্যফ্রন্ট শপথ গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেয়।
এদিকে গণফোরামের আরেকজন নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আজ শপথ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টান।
আরএম/