সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

মেননকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

সংসদে ইসলাম-বিদ্ধেষী বক্তব্য, মাদরাসা শিক্ষাকে বিষবৃক্ষ, ইসলামী অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ ও আল্লামা আহমদ শফিসহ আলেম-সমাজকে কটাক্ষ করায় বামনেতা রাশেদ খান মেননকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলা শাখা।

আজ ৭ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টায় হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা আহমদ দীদার কাসেমীর সভাপতিত্বে ডাকবাংলো চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

সমাবেশে বক্তারা বলেন, হক্কানী ওলামায়ে কেরাম কুরআন হাদীসের অনুশাসনের কথা উম্মতের মাঝে প্রচার করেন ৷ সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশের জাতীয় সংসদে রাশেদ খান মেনন কুরআন সুন্নাহর অনুশাসনকে 'মোল্লাতন্ত্র' বলে অভিহিত করে প্রকাশ্যে কুরআন-হাদীসের বিরুদ্ধাচারণ ও অবমাননা করেছে ৷

৯০% মুসলমানের দেশে কুরআন সুন্নাহর বিষয়ে অবমানকর বক্তব্য দিয়ে মেনন সংসদ সদস্য থাকতে পারে না ৷ অনতিবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করতঃ গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷

ইসলামের বিধান অনুযায়ী বিশ্ব শান্তির অগ্রদূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে সর্বশেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানীরা কাফের ৷ আহমদিয়া মুসলিম জামাত বলে কাদিয়ানীদের পক্ষে বক্তব্য দিয়ে মেনন নিজেকে কাদিয়ানীদের দোসর বলে প্রমাণ করেছে ৷

সর্বস্বীকৃত কাফের কাদিয়ানীদের পক্ষপাতিত্ব করে মেনন নিজেকে কাদিয়ানী সাবস্ত করেছেন ৷ আশেকে রাসুলের এই বাংলায় কাদিয়ানী এবং তাদের দোসরদের কোন জায়গা হবে না ৷ মেনন তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷

বক্তাগণ আরো বলেন,জাতীয় সংসদে আইন পাশ করে বর্তমান সরকার কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন ৷ মেনন তার বক্তব্যে কওমী স্বীকৃতি এবং কওমী শিক্ষাকে বিষবৃক্ষ বলে সরকার এবং সংসদকে অবমাননা করে কার্যত রাষ্ট্রদ্রোহিতা করেছে ৷ রাষ্ট্রদ্রোহী আইনে তার বিচার করতে হবে ৷ তার এ বক্তব্য সংবিধান, সংসদ, সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বৃদ্ধাঙুলি প্রদর্শনের শামিল।

কওমী মাদরাসা এদেশের সর্বস্থতের মুসলমানদের প্রাণের প্রতিষ্ঠান ৷ কওমী মাদরাসার সাথে এদেশের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে ৷ দুর্নীতি, মাদকমুক্ত আদর্শ সমাজ বিনির্মানে কওমী মাদরাসার কোন তুলনা হয় না ৷ সরকারি কোন দান-অনুদান ছাড়া আল্লাহর রহমত এবং জনসাধারণের আর্থিক সহযোগীতায় পরিচালিত কওমি মাদরাসা সমূহ দেশ ও জাতিকে হাজার হাজার আলেম, হাফেজ, মুফতী, মুহাদ্দিস, খতীব, দ্বীনের দা'য়ী উপহার দিয়েছে ৷

কওমী শিক্ষা নিয়ে মেননের বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ৷ এর জন্য অবশ্যই তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷

হেফাজতে ইসলাম বাংলাদেশকে মোল্লাতন্ত্রের পৃষ্ঠপোষক বলে মেনন অমার্জনীয় অপরাধ করেছে ৷ হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষার সংগ্রামে অরাজনৈতিক সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন। হেফাজতে ইসলাম মহান আল্লাহ তা’আলা, মহানবী হযরত মুহাম্মদ সা. ও হযরত সাহাবায়ে কেরাম এর শান-মান মর্যাদা রক্ষায় কাজ করে ৷

প্রতিষ্ঠাকাল থেকে ইসলাম বিরোধী অপশক্তি এবং বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের চলমান ষড়যন্ত্রের মোকাবেলায় হেফাজতে ইসলাম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে ৷ হেফাজত এদেশের সর্বস্থরের তৌহিদী জনতার প্রাণের সংগঠন ৷ হেফাজত নিয়ে বিরূপ মন্তব্য এদেশের ধর্মপ্রাণ মুসলমান মেনে নেবে না ৷

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাটহাজারি উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, হাটহাজারি ওলামা পরিষদ সেক্রেটারি মাওলানা জাফর আহমদ, আল-হুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরীস নদবী,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আবু আহমদ, আলহাজ মোহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা এমরান সিকদার প্রমুখ ৷

প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বাস স্টেশন হয়ে রাঙ্গামাটি রোড ও কাচারী রোড প্রদক্ষিণ করে পূণরায় ডাক বাংলোতে এসে দুআর মাধ্যমে সমাপ্ত হয় ৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ