আওয়ার ইসলাম: রাশেদ খান মেনন কাদিয়ানীদের পক্ষ নিয়ে এবং আল্লামা শাহ আহমাদ শফি কে কটূক্তি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গা মহাপরিচালক মুফতি রুহুল আমীন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতির প্রশংসনীয় কাজ উল্লেখ করে তিনি বলেন, কওমি মাদরাসা এ দেশের সাধারণ মানুষের মাদরাসা। রাষ্ট্রীয় কোন সহযোগিতা ছাড়া সাধারণ জনগনের সহযোগিতায় আদর্শবান নাগরিক গঠন করে যাচ্ছেন। কিন্তু গত ৩ মার্চ এই প্রতিষ্ঠানকে দেশের জন্য বিষবৃক্ষ বলে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছে মেনন।
বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে রাশেদ খান মেননকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
মুফতি রুহুল আমীন বলেন, আল্লামা শাহ আহমাদ শফি এদেশের সকল কওমি মাদরাসার অভিভাবক এবং সকলের আত্মাধিক রাহবার। তাকে নিয়ে কিছু জনবিচ্ছিন্ন লোক বারবার কটূক্তি করে এবং কাদিয়ানীদের পক্ষ নিয়ে দেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চায়।
সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে মুফতি রুহুল আমীন, হযরত মুহাম্মদ স. শেষ নবি অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবি জানান।
আরএম/