আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, আজকে সরকারের একজন মন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নূন্যতম চিকিৎসা দেয়া হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।
বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেলে থাকার সময় প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে গেছেন। তাই আমাদের প্রধান দাবি বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি যেনো বিদেশে অথবা বাংলাদেশে তার পছন্দ মতো চিকিৎসা নিতে পারেন।
আমাদের নেত্রী বলেছেন, পিজি হাসপাতালে তিনি চিকিৎসা পাচ্ছেন না। এখন আবার সেই হাসপাতালের আনার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরআর