সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

সব বিষয়ে মন্তব্য টিআইবির ভাবমূর্তিতে প্রভাব ফেলে: ইকবাল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর (টিআইবি) একটি সুনির্দিষ্ট কর্মপরিধি থাকা উচিত। সব বিষয়ে টিআইবির কথা বলা কোনো কোনো ক্ষেত্রে তাদের ভাবমূর্তির ওপরই নেতিবাচক প্রভাব ফেলে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ (৫ মার্চ) মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি, সুইডেন ও ডেনমার্ক দূতাবাসের সহায়তায় জেনেভাভিত্তিক নীতি ও কৌশল বিশেষজ্ঞ ম্যাথিয়াস বসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন দুদকের চেয়ারম্যান।

টিআইবির চলমান কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মকৌশল নিরূপণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ মতবিনিময় হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ বিভাগ।

ম্যাথিয়াস বস দুদক চেয়ারম্যানের কাছে টিআইবির কার্যক্রম, সংস্থাটি সম্পর্কে দেশের মানুষের ধারণা, দুদকের সঙ্গে সম্পর্কসহ টিআইবি সম্পর্কে সমালোচনা এবং পরামর্শ জানতে চেয়েছেন।

দুদকের চেয়ারম্যান বলেছেন, টিআইবি দুর্নীতি, মেগাপ্রজেক্ট এবং সরকার নিয়ে উচ্চকিত থাকে। কিন্তু মানসম্মত শিক্ষা, জনপ্রশাসনের নিয়োগ বদলি, পদোন্নতিসহ সুশাসনের অন্য যেসব সূচক রয়েছে সেখানে তাদের কার্যক্রম ততটা জোরালো নয়।

দুদক চেয়ারম্যান মনে করেন, জনগণের মধ্যে টিআইবি সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি থাকলেও এর কিছু সমালোচনাও শোনা যায়। টিআইবি দেশের শাসন প্রক্রিয়া তথা সরকার বা সরকারি সংস্থার যে কোনো ত্রুটি-বিচ্যুতিতেই উচ্চকণ্ঠ থাকে।

কেবল ত্রুটি তুলে ধরাই টিআইবির কাজ হতে পারে না বরং এসব সমস্যা সমাধানের পথ বাতলে দেয়ার সুযোগও রয়েছে তাদের। সমস্যা শনাক্ত করার সঙ্গে এর কারণ এবং তা থেকে উত্তরণের উপায় বের করা এ জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হওয়া উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ