সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এদেরকে যারা মুসলমান বলে তাদের ঈমান থাকতে পারে না। তারা বেঈমান। পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করতে হবে।

আজ (বুধবার) ১৩ ফেব্রুয়ারি কাদিয়ানী ইস্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ও হেফাজত আমীরের আহবানে আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি: ১. বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেও অনতিবিলম্বে কথিত আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদের সরকারীভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হোক

২. তাদের জন্য ইসলামী পরিভাষা সমূহ যেমন, কালিমা,নামায, রোজা, হজ্জ্ব ও মসজিদ ইত্যাদি শব্দের ব্যবহার সম্পুর্ণরূপে নিষিদ্ধ করা হোক
৩. আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০১৯ খ্রী. অনুষ্টিতব্য তথাকথিত ইজতেমা বন্ধ ঘোষণা করা হোক। তাদের তথাকথিত ইজতেমার আয়োজন ও কার্যক্রম বন্ধ করা না হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় অভিমুখে লংমার্চ সহ আরো কঠিন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে ৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা লোকমান হাকিম, মাওলানা নোমানী মেখলি, মাওলানা ইসহাক নূর, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আনাস মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা রফিক নানুপুরী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাফেজ ফয়সাল, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আলমগীর, মোহাম্মদ সরোয়ার কামাল ও আহসান উল্লাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ