হামিম আরিফ: এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলিগ জামাতের বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল বাংলাদেশে আসছেন বলে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের এ দাঈ অসুস্থতার কারণে ইজতেমায় অংশ নিতে পারছেন না।
ফেসবুকজুড়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সর্বত্র গুজব ছড়িয়ে পড়ে তিনি বাংলাদেশে এসেছেন। অনেকেই বিমানবন্দরের একটি পুরনো ছবি শেয়ার করে বলছেন তিনি চলে এসেছেন বাংলাদেশে। এ খবরের কোনো ভিত্তি নেই।
বুধবার দুপুরে মোবাইলে এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা হানজালা ইবনে জুবায়ের আহমদ জানান, আল্লামা তারিক জামিল দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার হার্টে রিং পরানো হয়েছে। তিনি ইজতেমায় আসার ইচ্ছা পোষণ করলেও সম্ভব হবে না।
তিনি বলেন, মাওলানা তারিক জামিল ইজতেমা সফলের জন্য দোয়া করছেন। ভরপুর কামিয়াবিও আশা করেছেন।
মাওলানা তারিক জামিল এও বলেছেন, ইজতেমা উপলক্ষে আমার মন বাংলাদেশে পড়ে আছে।
উল্লেখ্য, আগামী কাল ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। উলামায়ে কেরাম ও কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে কাল শুরু হওয়া ইজতেমায় অনেক বিদেশী মুরব্বি অংশ নেবেন বলে আশা করছেন কর্তৃপক্ষ।
আরআর
একুশে মেলায় প্রকাশ হয়েছে রোকন রাইয়ানের গল্পগ্রন্থ ভ্যারাইটিজ স্টোর