আওয়ার ইসলাম: টেলিভিশন সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি, পেশাগত ঝুঁকি মোকাবেলাসহ বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করলো সম্প্রচার সাংবাদিক কেন্দ্র।
আজ (৮ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনয়াতনে এর আয়োজনে প্রথম সম্প্রচার সম্মেলনের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার আশা করেন, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে নতুন এ প্রতিষ্ঠানটি।
এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের সুরক্ষা দিতে কাজ করছে সরকার। নবম ওয়জবোর্ড বাস্তবায়ন হলে টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও আইন তৈরি করা হবে।
দেশের টেলিভিশনগুলোর আর্থিক সংকটের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধে কিছু প্রতিষ্ঠানের সদিচ্ছার অভাব রয়েছে।
-এএ