আওয়ার ইসলাম: ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে প্রচলিত আইন সংশোধন করে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োজনে ঋণখেলাপিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শ দিয়েছেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমডিরা।
গতকাল (৬ ফেব্রুয়ারি) বুধবার বিকালে ঋণখেলাপি কমাতে এ পরামর্শ সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মু. সিরাজুল ইসলাম বলেন, খেলাপি ঋণ নিয়ে সভাটি হয়েছে। এখানে খেলাপি ঋণ কীভাবে কমানো যায় সেটি উঠে এসেছে। খেলাপি ঋণ কমাতে বিদ্যমান আইনগুলোর সংস্কার ও যুগোপযোগী করার দরকার পড়লে সেটি করা হবে।
আমরা নিজেরাও পর্যবেক্ষণ করছি এবং ব্যাংকাররা জানিয়েছেন, ব্যাংক কোম্পানি আইন, অর্থঋণ আদালত আইন ও দেউলিয়া আইনের কিছু বিষয় সংস্কার দরকার। কারণ অনেকে ব্যাংকের দায় পরিশোধ না করে আদালতে চলে যাচ্ছেন। সেখান থেকে স্থগিতাদেশ নিয়ে আসছেন।
আইনজ্ঞরা বলেন, দেশে খেলাপি ঋণ কমাতে চাইলে শক্ত পদক্ষেপ দরকার। তবে সবই নির্ভর করবে সরকারের মনোভাব ও সিদ্ধান্তের ওপর। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কঠোরভাবে কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হবে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমী আলী, সরকারি-বেসরকারি সব ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।
-এএ