সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


শেখ হাসিনার কাছে যে তওবা করেছিলেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড. কামাল পার্থনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপকূলীয় জেলা সন্দ্বীপে কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে উপস্থিত স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন।

১৯৮৫ সালে প্রলয়ংকারী জলোচ্ছ্বাসের পর ত্রাণ কার্যক্রম পরিচালনার স্মৃতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভোরবেলা পান্তা ভাত, নারকেল কোড়া আর শুকনা মরিচ দিয়ে খেয়ে সারাদিন ত্রাণ বিতরণের কাজ করতাম। তখন কামাল হোসেন সাহেব আমাদের সঙ্গে ছিলেন, উনি তখন তওবা কাটছিলেন আমার সঙ্গে আর বের হবেন না বলে।

তিনি আরো বলেন, আমি কিন্তু সন্দ্বীপ বহুবার গেছি। ৯১ সালে ঘুর্ণিঝড় তখন আমি গেলাম, ১৯৮৫ সালে গেলাম। সে সময় ঘুর্ণিঝড়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। সারা সন্দ্বীপ একেবারে জলোচ্ছ্বাসে ভেসে গেছে। কিচ্ছু পাওয়া যেত না।

ভোরবেলা পান্তা ভাত, নারকেল কোড়া আর শুকনা মরিচ দিয়ে খেয়ে সারাদিন আমরা রিলিফের ওয়ার্ক করতাম। আমার এই রেসিপিটা সবাই মনে রাখেন এটা কিন্তু খেতে ভাল লাগে। পান্তা ভাত নারকেল কোড়া আর শুকনা মরিচ পোঁড়া, খুব মজা খেতে।

প্রধানমন্ত্রী তখনকার কথা বলে বলেন, তখন কিছুই পাওয়া যেত না। লবনাক্ত পানিতে সব শেষ। কিচ্ছু নাই। পুকুরের পানি লবণ। খুবই কষ্ট ছিল। আমরা সকালে বের হতাম, ওই পান্তা ভাত খেয়ে বের হতাম, কামাল হোসেন সাহেব আমাদের সঙ্গে ছিল তখন। উনি তওবা কাটছিলেন যে, আমার সঙ্গে বের হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ