বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

‘প্রতিটি রক্ত কণার হিসাব সাদপন্থীদের দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: মুসলমানের রক্ত যে মাটিতে পরে, সে মাটিতে ঈমানের পতাকা উড্ডিন হয়। ওই মাটিতে বিজাতির হুকুমত চলে না। কাফের ও দালালের হুকুমত চলে না। এতায়াতিরা তোমরা কি মনে করেছে, তালেবে এলেমের রক্ত ঝরিয়ে এজতেমার মাঠ দখল করেছো।

তোমরা মনে রেখো, যার কারণে এজতেমার মাঠে রক্ত ঝরিয়েছো, এজতেমার মাঠকে কুলষিত করেছো, এ দেশের ওলামায়ে কেরাম তাকে এ এজতেমায় ঠুকতে দেবে না। সে কোনো দিন এজতেমার মাঠে ঠুকতে পারবে না।

কথাগুলো সম্প্রতি এক মাহফিলে বলেছেন আলোচিত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

তিনি বলেন, সেখানে আলেমের রক্ত ঝরেছে, সেখানে তালেবুল এলেমের রক্ত ঝরেছে। আলেমের রক্তের ওপর পা দিয়ে, তালেবুল এলেমের রক্তের ওপর পা দিয়ে তোমরা সেখানে তোমরা সাদকে আনবে তা কখনো হবে না। বাংলার আলেমরা তা হতে দিবে না।

তোমরা সাময়িকভাবে মনে করেতে পারো মাদরাসার ছাত্রদের মেরেছি। আলেমদের মেরেছি আমাদের জয় হয়েছে। মনে রেখো মক্কায় হযরত সুমাইয়া রা. এর রক্ত ঝরেছে। হযরত আম্মার রা. এর রক্ত ঝরেছে তার পর ইসলামের বিজয় হয়েছে ইসলাম আমাদের কাছে এসেছে।

এজতেমার মাঠে আলেম ওলামার রক্ত ঝরেছে, তার মানে আল্লাহ তায়ালা এজতেমার মাঠকে বিজাতিমুক্ত করেছেন। এ মাটিতে তারা আর কখনো ঢুকতে পারবে না। সাদ সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠা করার করার জন্য বাংলার মাটিতে রক্ত ঝরিয়েছো, যেদিন মাদরাসার ছাত্রদের রক্ত ঝরেছে, সেদিনই সাদের জন্য বাংলার মাটি হারাম হয়ে গেছে।

ওরা বিশ্ব এজতেমার কোনো এক মাদরাসার ছাত্রদের ধরে এনে মেরেছে। ওরা অনলাইনে সাক্ষাতকারে বলে ছাত্ররা এজতেমায় আসার কে? বোকার স্বর্গে বাস করো তোমরা। তাবলীগের ইতিহাস জানো?

বাংলাদেশে এমন কোন মৌলভী নেই যে এজতেমার জন্য কাজ করে নাই। নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর এজতেমার খুঁটি গেরেছে। আমি খুঁটি গেরেছি। তালেবে এলেম খুঁটি গেরেছে।

যে এজতেমায় তালেবে এমেল খুঁটি গেরেছে সে এজতেমায় তালেবে এলেমের রক্ত ঝরিয়েছো তোমরা। এর জবাব দিতে হবে। প্রতিটি রক্তের হিসাব একদিন দিতে হবে।

‘ধর্মীয় বিষয়ে আলেমদের অনুসরণের বিকল্প নেই’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ