রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
এনসিপি কি শেষ পর্যন্ত রাজনৈতিক আত্মহত্যার পথটাই বেছে নেবে? শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ইসলামী আন্দোলন ও জামায়াত মাঠে নামছে বছরের শুরুতেই লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবে না হিজবুল্লাহ ঈমান-ঐক্য-আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বে নতুন বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ইরান: খামেনি ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন আসাদুজ্জামান পাগলা মসজিদের দানবাক্সে ৩৬ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস ‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান

৩০০ আসনে ৮০০ মনোনয়ন দিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। এই সময়ের মধ্যেই বিএনপি ধানের শীষ প্রতীক বরাদ্দ দেবে মনোনীত প্রার্থীদের জন্য।

দলের সিনিয়র নেতাদের আসন বাদে প্রায় প্রতিটি আসনে দুই থেকে ৬ জন প্রার্থীকে চিঠি দিয়েছে বিএনপি।  ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে প্রায় ৮০০ প্রার্থীকে।

এছাড়াও ২০-দলীয় জোটের শরিকদেরও দেওয়া হয়েছে। আর জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন দিচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম জানান, শরিকদের সঙ্গে সর্বমোট আসন বণ্টন ৬০-এর বেশি হবে না। ২০-দলীয় জোটের মধ্যে জামায়াত, বিজেপি, খেলাফত মজলিস, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, লেবার পার্টি ও সাম্যবাদী দলকে (একাংশ); এদের জন্য আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তবে এর সঠিক সংখ্যা পরে জানা যাবে।

বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকানো, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও না হওয়া, ঋণখেলাপির কারণে কারও প্রার্থিতা বাতিল হলে যেন আসন শূন্য না থাকে সেজন্যই মলূত দলটি অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি পাঠিয়েছে।

মামলার কারণে প্রার্থিতা বাতিল হলে কোনো আসন যেন শূন্য না থাকে সেজন্যও প্রার্থী নির্বাচনে দিরে হচ্ছে বিএনপির। গতকাল চেয়াপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ডা.জাহিদ হোসেনসহ ৫ নেতা উচ্চ আদালতে গিয়েছিলেন নিন্ম আদালতের দন্ড স্থগিত করার আবেদন নিয়ে। কিন্তু হিতে বিপরীত হয়েছে। তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে আদালত।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ