আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ঘিরে কোনো জঙ্গি সংগঠন যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক র্যাব।
সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
র্যাব কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, সম্প্রতি র্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের ব্যানারে জঙ্গি সংগঠন জেমবি সংগঠিত হচ্ছে।
এসময় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন জেএমবির ৮ সদস্যকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছেন তিনি।
তথ্যের ভিত্তিতে রোববার রাতে কলাবাগান, বসুন্ধরা আবাসিক এলাকা ও মোহাম্মদপুরে অভিযান চালানো হয়। এ সময় ৮ জনকে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে বই, ল্যাপটপ ও মোবাইল ফোন ইত্যাদি।