আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনের পার্থী ঘোষণার কথা থাকলেও আজ মহাজোটের হয়ে একাদশ সংসদ নির্বাচনে যাওয়া জাতীয় পার্টি তাদের পার্থী ঘোষণা করেছে না।
আওয়ামী লীগ থেতে তারা আসন পাচ্ছে ৪৫টি। এ কথা জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এছাড়া, কৌশলগত কারণে আজ প্রার্থী ঘোষণা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এসব কথা জানান তিনি।
মহাজোট থেকে ৪৫টি আসন পাওয়া গেলেও ২০০ আসনে তার দল মনোনয়নপত্র দাখিল করবে বলেও জানিয়েছেন জাপা মহাসচিব। তিনি বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের পর আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে প্রার্থী চূড়ান্ত হবে। অল্প সময়েই জানানো হবে পার্থীদের নাম।