আওয়ার ইসলাম: তারেক মুহাম্মদ ফয়সাল হিজবুত তাহরীরের নেতা ঢাবির ছাত্র কল্যাণপুরে আর্টিসান নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। এর আড়ালে হিযবুত তাহরীরের কার্যক্রম চালাচ্ছিলেন। তারেক সংগঠনটির মেন্টর পর্যায়ের এক নেতা তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগ তৃতীয় বর্ষের ছাত্র ফারাবী খান অনিক। কল্যাণপুর মাঠে নিয়মিত ক্রিকেট খেলার সময় পরিচয় হয় তারেক, প্রাঙ্গণ ও তানভীর নামে কয়েকজনের সঙ্গে। সেসব বন্ধুদের আহ্বানে উদ্বুদ্ধ হন হিযবুত তাহরীরের মতাদর্শে। এভাবেই একসময় হয়ে ওঠেন সংগঠনটির একটি গ্রুপের নেতা।
গতকাল শনিবার দিনগত রাতে কল্যাণপুরে গোপন বৈঠক চলাকালে ফারাবী ও তারেকসহ হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করে র্যাব-৪। আটকরা অন্য হলেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তানভীর আহম্মেদ ও মোস্তফা মোরসালীন প্রাঙ্গণ, তেজগাঁও কলেজের ছাত্র জামিনুর রেজা নবীন ।
এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট, সংগঠনের বিভিন্ন বইয়ের সফটকপিসহ ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব-৪ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।
একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন উল্লেখ করে র্যাব-৪ প্রধান বলেন, তবে আসন্ন নির্বাচনের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। অতীতের মতো নিয়মিত নাশকতার পরিকল্পনার মতো এবারো পরিকল্পনা করে আসছিল।
গ্রেফতারদের মধ্যে হিযবুত তাহরীরের নেতৃত্ব পর্যায়ের সদস্য রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে পুরো নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তাদের সঙ্গে সংশ্লিষ্টরাও আমাদের হাতের নাগলে রয়েছে আমরা অচিরেই গ্রেফতার করবো তাদের।