আওয়ার ইসলাম: ডিসেম্বরে দেশজুড়ে নেমে আসছে তীব্র শীত। পৌষ না আসলেও সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরের জেলায় মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, মাঝামাঝিতে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকাসহ সারাদেশে বলছে আবহাওয়া আফিস।
এ দেশে পৌষ-মাঘ শীতকাল হলেও অগ্রাহায়ণেই শীতের আভাস পাওয়া যাচ্ছে। উত্তরের জেলাগুলোতে সকালের কুয়াশায় সূর্যের দেখা মেলাই ভার।
ঢাকায় এখনও দিনে গরম পড়লেও রাতে শীত পড়তে শুরু করেছে। তবে রাতে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। ভোরের ঘন কুয়াশা বলে দিচ্ছে- তীব্র শীত আর দূরে নেই।
এইটুকু ঠাণ্ডাতেই শীতবস্ত্রের দোকানে ভীড় করছে নগরবাসী। এরই মধ্যে পথের ধারে বসে গেছে শীতের পিঠার দোকান।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মাসেই তীব্র শীত পড়বে সারাদেশে। আসতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। দেশবাসীকে শীতজনিত রোগ নিয়ে আগাম সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।