আওয়ার ইসলাম: বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সমবায় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সমবায়ের মাধ্যমে অনাবাদী চাষের নীতিমালা করা জরুরি। সমবায়ের এক কোটির বেশি সদস্যকে একসাথে কাজে লাগানোর তাগিদ দেন তিনি।
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জমির সর্বোচ্চ ব্যবহারের কথা জানান প্রধানমন্ত্রী। আগামীতে নির্বাচিত হলে দারিদ্র্যের হার শতকরা ৪ থেকে ৫ ভাগ কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে ২০১৬ ও ১৭ সালে সমবায় ভিত্তিক সম্মিলিত উদ্যোগ, কর্মসংস্থান ও সঞ্চয়ে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সমবায় পদক দেন প্রধানমন্ত্রী।