আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে সৎ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রোববার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালাসংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে কমিশনার অরসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু অবাধ ও আইনানুগ করতে পারি, এ ক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ড একদম নিরপেক্ষ থাকতে হবে। কোনো রকম প্রতিহিংসার সুযোগ যাতে না থাকে।
তিনি বলেন, আপনাদের আদেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাবে। এ ক্ষেত্রে আপনাদের জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে।
ব্রিফিংয়ে সিইসি বলেন, নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের সবাই বলেছেন। আমি আবারও বলি, আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎ। সবাইকে সমান চোখে দেখা, কারো জন্য বেশি দেখা, কারো জন্য কম দেখা- এ ধরনের আচরণ কখনো আপনারা করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কমিশনার কবিতা খানম ও নির্বাচন কমিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এসএস