রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১৩ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন আসাদুজ্জামান পাগলা মসজিদের দানবাক্সে ৩৬ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস ‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র

সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও র‌্যাবের বিশেষ সেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো পরিস্থিতি মোকাবিলাসহ অবাধ, সুষ্ঠু, ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ এবং সমন্বয় কমিটি ও সেল গঠন করেছে পুলিশ।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় পুলিশ প্রধান আইজি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারীসহ ৬ সদস্যের পর্যবেক্ষণ কমিটি এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ ৮ সদস্যের সমন্বয় সেল গঠন করা হয়।

পুলিশ প্রধান ছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান। সদস্য সচিব ডিআইজি আনোয়ার হোসেন, এছাড়াও  অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ও এআইজি সৈয়দ তরিকুল হাসান কমিটিতে আছেন।

এরই মধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। সেখানে গঠিত সেল সদস্যদের আলাদা এলাকার দায়িত্ব দেয়া হয়েছে।

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম রাজশাহী মেট্রোপলিটন, রংপুর মেট্রোপলিটন, রাজশাহী রেঞ্জ ও রংপুর রেঞ্জে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেররিজমের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদারকে দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, ঢাকা রেঞ্জ ও ময়মনসিংহ রেঞ্জের দায়িত্ব।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন, বরিশাল মেট্রোপলিটন, খুলনা রেঞ্জ ও বরিশাল রেঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমানকে দেয়া হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন, সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম রেঞ্জ ও সিলেট রেঞ্জের দায়িত্ব।

পুলিশ সদর দপ্তরের এআইজি মুহা. সোহেল রানা জানান, নির্বাচন কেন্দ্রীক পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার যে কার্যক্রম তা সমন্বিত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে একটা কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। কমিটির কাজ হবে পর্যবেক্ষণ এবং সমন্বয় করা।

তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা ব্যবস্থা, নির্বাচন কেন্দ্রীক নানা রকম দায়িত্ব পালন, সকল প্রকার ব্যবস্থাপনার সমন্বয় করবে এই কমিটি ও সেল। প্রতি নির্বাচনের আগেই এমন কমিটি ও সেল পুলিশ সদর দপ্তর থেকে গঠন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ